২রা ফেব্রুয়ারী বর্ধমানে প্রশাসনিক সভা করতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বর্ধমানের গোদার মাঠে মুখ্যমন্ত্রীর এই প্রশাসনিক সভা অনুষ্ঠিত হতে চলেছে পূর্ব ও পশ্চিম বর্ধমানের প্রশাসনিক কর্তাদের নিয়ে। আর এই সভা থেকেই জেলার বুকে প্রথম কোনো বেসরকারী উদ্যোগে আয়োজিত একটি মেলার উদ্বোধন করতে চলেছেন মুখ্যমন্ত্রী। সোমবার বর্ধমানের কাঞ্চননগরে ১৫তম কাঞ্চন উত্সবের সাংবাদিক বৈঠকে একথা জানিয়েছেন বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক তথা কাঞ্চন উত্সব কমিটির সভাপতি খোকন দাস। তিনি জানিয়েছেন, যেহেতু ২ ফেব্রুয়ারী কাঞ্চন উত্সব উদ্বোধন হচ্ছে। আর ওই দিনই মুখ্যমন্ত্রী বর্ধমানে আসছেন। তাই তাঁর হাত দিয়েই এবারের কাঞ্চন উত্সবের উদ্বোধন হতে চলেছে। তবে তিনি প্রশাসনিক বৈঠক থেকে ভার্চুয়ালি কাঞ্চন উত্সবের উদ্বোধন করবেন নাকি তিনি সরাসরি কঙ্কালেশ্বরী কালিবাড়ি মাঠে উপস্থিত হয়ে মেলার উদ্বোধন করবেন তা এখনও জানা যায়নি। খোকন দাস জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মেলার উদ্বোধন করতে সম্মত হয়েছেন। ২ ফেব্রুয়ারী থেকে ১০ ফেব্রুয়ারী পর্যন্ত চলবে এই মেলা। উদ্বোধনের দিন হাজির থাকবেন মুম্বাইয়ের প্রখ্যাত অভিনেতা এবং সমাজসেবী সোনু সুদ। খোকন দাস জানিয়েছেন, এছাড়াও বিভিন্ন দিনে হাজির থাকবেন মুম্বাইয়ের গায়ক হানি সিং, গায়িকা কনিকা কাপুর, গায়ক অমিত কুমার, বাংলাদেশের শিল্পী মমতাজ, গায়ক কুমার শানু, ইণ্ডিয়ান আইডল পবনদ্বীপ ও অরুণিতা সহ বহু শিল্পী। প্রায় ৪০ লক্ষ টাকা বাজেটের এই মেলায় অংশ নেবেন স্থানীয় শিল্পীরাও। থাকছে সরকারী ও বেসরকারী প্রায় ১০০টি স্টলও।