আগ্নেয়াস্ত্র সহ ৬ জনকে গ্রেফতার করল বর্ধমান থানার পুলিশ, উদ্ধার ২টি পাইপগান সহ ৩ টি কার্তুজ।
ধৃতরা সকলেই বর্ধমানের বাসিন্দা।
শুক্রবার ধৃত ৬ জনের মধ্যে ৩জনের ৫ দিনের পুলিশি হেফাজত চেয়ে বর্ধমান আদালতে পেশ করে পুলিশ ।
বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে জাতীয় সড়কের তেজগঞ্জ এলাকায় থেকে এই ৬ জনকে গ্রেফতার করে বর্ধমান থানার পুলিশ।
ডিএসপি ট্রাফিক (2) রাকেশ কুমার চৌধুরী বললেন, ১৯ নং জাতীয় সড়কের তেজগঞ্জ এলাকায় এরা ক্রাইমের উদ্দেশ্যে একত্রিত হয়। এরপরই পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে উদ্ধার করে ২টি পাইপগান, ৩টি কার্তুজ। তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ বেশ কয়েকটি মোবাইল, ল্যাপটপ ও সাউন্ড সিস্টেম উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা গেছে,ধৃতরা মোবাইল ছিনতাই সহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত।
ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আর কেউ জড়িত আছে কিনা জানার চেষ্টা করছে পুলিশ।