পাচারের আগেই বর্ধমানে ফের বিপুল পরিমাণে কচ্ছপ উদ্ধার।
উদ্ধার প্রায় প্রায় ৭৫২ টি কচ্ছপ।
তালিত ও খানা জংশনের মাঝে ব্লক সেকশন এলাকা থেকে ২৯ টি ব্যাগ ভর্তি প্রায় ৭৫২ টি কচ্ছপ উদ্ধার করে দেওয়ানদিঘী থানার পুলিশ ও বর্ধমান আরপিএফ।
পুলিশ ও আরপিএফ সূত্রে জানা গেছে,শনিবার সকালে তালিত ও খানা জংশনের মাঝে ব্লক সেকশন এলাকায় প্রচুর পরিমাণে লাগেজ ব্যাগ পরে থাকতে দেখেন স্থানীয়রা এবং ব্যাগগুলিকে বেশ কয়েকজন গাড়িতে তোলার চেষ্টা করছে দেখে স্থানীয়দের সন্দেহ হয় তারাই খবর দেয় দেওয়ানদিঘী থানার পুলিশকে।পরে সেখানে আসে বর্ধমান আরপিএফ-ও।পুলিশকে দেখে পাচারকারীরা চম্পট দিলেও দেওয়ানদিঘী থানার পুলিশ উদ্ধার করে ২২ টি ব্যাগ, যাতে প্রায় ৫৬৮ টি কচ্ছপ ছিলো। অন্যদিকে আরপিএফ-ও উদ্ধার করে ৭ টি ব্যাগ,যাতে প্রায় ১৮৪ টি কচ্ছপ ছিলো।
তবে কোথা থেকে??কিভাবে এবং কোথায় পাচারের উদ্দেশ্যে এই বিপুল পরিমাণে কচ্ছপ নিয়ে আসা হচ্ছিলো তা স্পষ্ট নয়।
পুলিশ সামগ্রিক ঘটনার তদন্ত শুরু করেছে।
উদ্ধার হওয়া ৭৫২ টি কচ্ছপই দেওয়ান দিঘী থানার পুলিশ ও আরপিএফের তরফে বর্ধমান বনবিভাগ কে তুলে দেওয়া হয়েছে।